• ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শুল্ক ঝামেলায় ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ১৭:১২ অপরাহ্ণ
শুল্ক ঝামেলায় ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৩৭ শতাংশ মার্কিন শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই চিঠিতে আগামী তিন মাসের জন্য নতুন শুল্ক কার্যকর না করার আহ্বান জানানো হয়েছে। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রফতানি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশ্বাসও দিয়েছেন ইউনূস।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সম্মান করে এবং মার্কিন তুলার দ্রুত প্রবেশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। এই সহযোগিতার মাধ্যমে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। চিঠিটি সরাসরি হোয়াইট হাউজে পাঠানো হয়েছে।
এর আগে, মার্কিন শুল্কনীতি পরিবর্তনের পর গেল ৬ এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেছিলেন, সরকারের পক্ষ থেকে দুটি আলাদা চিঠি পাঠানো হবে। একটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এবং আরেকটি ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (USTR) কাছে বাণিজ্য উপদেষ্টা প্রেরণ করবেন। এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশের রফতানিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং মার্কিন বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা।