রাজীব গান্ধীর সবকিছ ঠিকঠাক ছিল, ড. ইউনূসের সময়ে কোনো কিছুই ঠিক ছিল না
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
প্রচলিত গল্পটি এরকম, কদম আলীর সন্তান মদন আলী বিদ্যালয়ে ভর্তি হলো। এ ঘটনায় গ্রাম্য মতলববাজরা বলতে শুরু করল, আরে দূর, কদমের ছাওয়াল আবার স্কুলে ভর্তি হয়! লেখাপড়া হবে না। দেখা গেল, কদমের ছেলে লেখাপড়া করছে। তখন বলা হলো, লেখাপড়া করলে কী হবে দাদা, পরীক্ষায় পাস করতে পারবে নাকি! মদন আলী নির্ধারিত সময়ে প্রতিটি পরীক্ষায় পাসও করল। তখন বলা হলো, পাস করলে কী হবেরে চাচা! চাকরি তো পাবে না। (সেই জামানায় চাকরি পাওয়াটাই ছিল লেখাপড়ার একমাত্র লক্ষ্য)। দেখা গেল, কদমের ছেলে চাকরিও পেল। তখন বলা হলো, চাকরি পেলে কী হবে! মাইনে পাবে না!! নির্ধারিত সময়ে যথারীতি মাইনেও পেল। তখন বলা হলো, টাকা কোনো ব্যাপারই না, টাকা তো গুইলেরও (গুইসাপ) আছে। দেখবা, উন্নতি হবে না! কদম আলীর ছেলের উন্নতিও হলো। তখনো হাল ছাড়েনি মতলববাজ মহল এবং যথারীতি চূড়ান্ত এক বয়ান দিল। সেই একবাক্যে বয়ান প্রসঙ্গে আসছি কলামের শেষ অংশে। এর আগে পরিস্থিতি অনুধাবনে ড. ইউনূস সরকার প্রসঙ্গে আসা যাক।
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের অকল্পনীয় পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণ করেন। তাকে ফরাসি থেকে উড়িয়ে এনে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর ইন্ডিয়ান এয়ারলাইনসের পাইলট রাজীব গান্ধীকে ভারত সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে বেশ মিল আছে। তবে বেশ পার্থক্যও আছে দেশের পরিস্থিতির মাপকাঠিতে। রাজীব গান্ধী যখন দায়িত্ব নেন তখন তার মা ইন্দরা গান্ধী ইহলোকে ছিলেন না, বাকি সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু ড. ইউনূস এমন একসময়ে দেশের দায়িত্ব নিয়েছেন, যখন কোনো কিছুই ঠিক ছিল না। দেশের শাসন ব্যবস্থা কার্যত অচল এবং প্রশাসনের সবাই পতিত সরকারের কেবলায় সেজদারত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদভ্রান্ত, ৪৬০টি থানা ভস্মীভূত, প্রথম থেকে শীর্ষ ধাপ পর্যন্ত বহু পুলিশ সদস্য পলাতক, অনেকে নিহত। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষার প্রধান সংস্থা পুলিশ প্রতিষ্ঠান হিসেবে কার্যত এখনো অনুপস্থিত। সর্বত্র ছিল চরম বিশৃঙ্খলা, সর্বগ্রাসী অরাজকতা। ইউনূস সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশে আইনশৃঙ্খলা রক্ষার কাঠামো বলতে আসলে কোনো কিছুই ছিল না। অর্থনীতি ছিল খাদের কিনারে। জনজীবনে ছিল সীমাহীন অনিশ্চয়তা। বিধ্বস্ত একটি রাষ্ট্রকাঠামোর ওপর দাঁড়িয়ে ড. ইউনূসকে শুরু করতে হয়েছে।
দৈনিক কালবেলায় প্রকাশিত, ৬/৪/২০২৫। শিরোনাম, ‘এত ভালো ভালো না!’