• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় শিক্ষক নিহত

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৮:২৬ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকায় শিক্ষক নিহত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার সুপার সামসুল আলম (৫৫) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার মুক্তারপুর-কোমরপুর সড়কের বোস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামসুল আলম পীরপুরকুল্লা গ্রামের বাসিন্দা এবং কুনিয়া চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামসুল আলম মাদ্রাসা থেকে নিজ বাড়ি ফেরার পথে ইটবোঝাই একটি ট্রাক্টর তাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাক্টরের চাকা মাথার ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।