• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূসের কাতার যাত্রা

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৮:৪৭ অপরাহ্ণ
ড. ইউনূসের কাতার যাত্রা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কাতারে অনুষ্ঠিতব্য ‘আর্থনা’ (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ২১ এপ্রিল দোহা যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে ২২-২৩ এপ্রিল অনুষ্ঠেয় এই সম্মেলনে তাকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে আয়োজক সূত্র।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উষ্ণ ও শুষ্ক আবহাওয়ার দেশগুলোর করণীয় নির্ধারণে দ্বিতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে ড. ইউনূস ছাড়াও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ইব্রাহিম থিওয়া, আইইউসিএন মহাপরিচালক ড. গ্রিথেল এগুইলার এবং ইরিনার উপপরিচালক গৌরী সিংসহ আন্তর্জাতিক ব্যক্তিত্বরা বক্তব্য দেবেন।
এর আগে, চলতি মাসের ৩ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনে অংশ নিয়েছিলেন ড. ইউনূস। সেখান থেকে ৪ এপ্রিল দেশে ফিরে পুনরায় আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে নিজের সক্রিয় উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।