দখিনের সময ডেক্স:
কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের ৯জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কাটখাল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৯জনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। পুলিশ জানায়, সিলিন্ডার লিক হয়ে পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে।
রান্না করতে চুলা জ্বালানো হলে ঘরে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন কাটখাল গ্রামের আবদুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও পারভিনসহ নয়জন। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধদের উদ্ধার করে ও আগুন নেভায়। দগ্ধদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোন কোম্পানির সিলিন্ডার ছিলো সেটা উল্লেখ করলে সিলিন্ডার ব্যবহারকারীগণ সাবধান হতে পারবে এবং ঐ কোম্পানিও এ ব্যাপারে সতর্ক হত।