বালু নদীকে দুষিত কে করছে, প্রশ্ন সাংবাদিক মাসুদ কামালের
দখিনের সময়
প্রকাশিত মার্চ ৪, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বালু নদীর মরণ দশা নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর এ. চেীধুরী ফেসবুক পোস্ট দিয়েছেন। ১৬ ঘন্টা আগে তাঁর এই পোস্টে আজ শুক্রবার সকাল ১১টা পর্যন্ত লাইক হয়েছে ৪৬৬টি, কমেন্ট ১২৬টি এবং শেয়ার হয়েছে ১১টি। এ সংখ্যা দ্রুত বাড়ছে। এ থেকে প্রমানিত, দেশের মানুষ নদী নিয়ে কতটা উদ্বিগ্ন।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর এ. চেীধুরীর পোস্টের পরিপ্রেক্ষিতে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এদের মধ্যে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মন্তব্য করেছেন, ‘বালু নদীকে দুষিত কে করছে? এর জন্য কে দায়ী?’
সিনিয়র সাংবাদিক Masood Kamal মন্তব্য করেছেন, ‘দুই দশকেরও বেশি সময় আগে, আমি তখন জনকণ্ঠে, বালু নদীর দূষণ নিয়ে রিপোর্ট করতে যেয়ে দেখেছি ওয়াসার ময়লা পানি যেয়ে বালু নদীতে পড়ছে। সে সময় ওয়াসার এমডি ছিলেন ড. আজহারুল হক, তিনি আমাকে বলেছিলেন- এই ময়লা পানি ওখানে ফেলা ছাড়া তাদের কোনো বিকল্প নেই। আর দূষিত নদীর দুপাড়ের মানুষের নিয়তিই হচ্ছে এই দুর্ভোগ বহন করে যাওয়া।’
সাংবাদিক Masood Kamal আরো লিখেছেন, ‘ওয়াসার ময়লা পানি এখনো বালু নদীতে পরে কিনা- জানি না। বর্তমান এমডি কি বলেন- সেটাও জানি না। তবে এতটুকু ধারণা করতে পারি যে, ওই এলাকার মানুষ তাদের নিয়তি থেকে মুক্তি পায়নি। এখন কৌতূহল নিয়ে অপেক্ষা করব, আপনি কতটুকু কি করতে পারেন- সেটা দেখার জন্য। তবে এতটুকু বলতে পারি, কাজটা সহজ হবে না ।‘
রাজনীতিক Sardar Abdur Rashid লিখেছেন, ‘বাল্য স্মৃতি বিজড়িত পটুয়াখালী নদী রক্ষায়, জেলা প্রশাসক পটুয়াখালীকে কার্য্যকারি ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিন।