Home নির্বাচিত খবর ক্ষণজন্মা সাংবাদিক লিটন বাশারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

ক্ষণজন্মা সাংবাদিক লিটন বাশারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:

ক্ষণজন্মা সাংবাদিক লিটন বাশার। একজন স্বপ্নদ্রষ্টা আধুনিক সাংবাদিকতার প্রতিকৃতি। যার বলিষ্ঠ নেতৃত্বে বরিশাল মিডিয়াঙ্গন ছিলো ঐক্যবদ্ধ। সেই ক্ষণজন্মা সাংবাদিক লিটন বাশারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন। ২০১৭ সালের এই দিনে মাত্র ৪৬ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। তার চলে যাওয়ায় অপূরণিয় শূণ্যতার সৃষ্টি হয় বরিশাল মিডিয়াঙ্গনে। যা তার চলে যাওয়ার পাঁচ বছরেও কাটিয়ে উঠতে পারেনি মিডিয়াপাড়া।

লিটন বাশার দেশের দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল সংবাদকর্মী বান্ধব নেতা ছিলেন। তিনি বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক দখিনের মুখ’র প্রতিষ্ঠাতা সম্পাদক। ছিলেন দৈনিক বরিশালের ভোরের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। তার হাত ধরে পথচলা শুরু করেছিল বরিশাল প্রতিদিন পত্রিকা। তিনি ছিলেন, দৈনিক দখিনের সময় এর রূপকার। কিন্তু দৈনিক দখিনের সময় আলোর মুখ দেখার আগেই তার জীবন আলো নিভে যায়।

লিটন বাশার ছিলেন একজন দক্ষ সংগঠক। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন একাধিকবার। তার হাত ধরেই বরিশাল প্রেসক্লাবের সদস্য হয়েছেন অসংখ্য তরুণ পেশাজীবী সাংবাদিক। তিনি নেতৃত্ব দিয়েছেন পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন বরিশাল সাংবাদিক ইউনিয়নের। এই সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন লিটন বাশার। বলিষ্ঠ নেতৃত্ব আর সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে তাঁকে দেয়া মরোণোত্তর সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক প্রদান করা হয়।

২০১৭ সালে ঈদ উদযাপন করতে সাংবাদিক লিটন বাশার স্ত্রী ও একমাত্র সন্তান শ্রেষ্টকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার চরমোনাই বুখাই নগরে যান। ঈদের পরদিন ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সকালেই স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওয়ার্ডে নেয়ার পর পরই কার্ডিওলজি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন বাদ জোহর নগরীর সদর রোড বায়তুল মোর্কারম জামে মসজিদের সামনে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর চরমোনাইর নিজ গ্রামের বাড়িতে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে লিটন বাশারকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ সাজানো, পশ্চিমবঙ্গের রাজনীতি সরগরম

দখিনের সময় ডেস্ক: সন্দেশখালিতে তৃণমূল নেতাদের দ্বারা ধর্ষণের অভিযোগ পুরোটাই সাজানো ঘটনা এবং এর পেছনে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সংশ্লিষ্টতা রয়েছে, এমনটাও উঠে এসেছে...

বরিশালে বাস টার্মিনালে শ্রমিকদের তাণ্ডব, সড়ক অবরোধ

দখিনের সময় ডেস্ক: বাসচালক ও সহকারীকে মারধরের প্রতিবাদে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে দফায় দফায় হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তবে শ্রমিক সংগঠন ও...

মামুনুল হকের নামে ৪১টি মামলা, ধর্ষণ মামলা বেশি আলোচিত

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশের কওমী মাদরাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক কারামুক্তির পর নেতাকর্মী ও অনুসারীরা হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব...

জামিনে কারাগামুক্ত হেফাজতের মামুনুল হক

দখিনের সময় ডেস্ক: জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। শুক্রবার (৩ মে)  কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়...

Recent Comments