• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পদোন্নতি প্রাপ্ত ডিআইজিদের পদায়ন

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১, ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ণ
পদোন্নতি প্রাপ্ত ডিআইজিদের পদায়ন
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

পদোন্নতি প্রাপ্ত ৪১ জন ডিআইজিকে পদায়ন করা হয়েছে। ডিআইজ হিসেবে পদোন্নতি পাবার দেড় মাসেরও বেশি সময় পরে পদায়ন করা হলো। এদের মধ্যে চট্টগ্রাম, রংপুর, গাজীপুর ও বরিশাল মহানগের কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে যথাক্রমে কৃষ্ণ পদ রায়, নুরে আলম মিনা, মো. সাইফুল ইসলামকে।

এ ছাড়া পদোন্নতি পাওয়া আরও ৩৭ জন ডিআইজিদের মধ্যে মাহফুজুর রহমান ঢাকা হাইওয়ে পুলিশে, মোজাম্মেল হক ঢাকা হাইওয়ে পুলিশে, রেজাউল হক ঢাকা পুলিশ স্টাফ কলেজে, মনির হোসেনকে পুলিশের বিশেষ শাখা-এসবি, মনিরুজ্জামান এন্টি টেররিজম ইউনিটে, মো. মিজানুর রহমান ঢাকা নৌ-পুলিশে, পরিতোষ ঘোষ খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে, জয়দেব কুমার ভদ্র ঢাকা রেলওয়ে পুলিশে, কাজী জিয়া উদ্দিন পুলিশ সদরদপ্ত, মো. গোলাম রউফ খান রাজশাহী পুলিশ একাডেমি, মাহবুব আলম ঢাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়, শেখ মোহাম্মদ রেজাউল হায়দার ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, শামীমা বেগম পুলিশের বিশেষ শাখা-এসবি, সালমা বেগম ঢাকা হাইওয়ে পুলিশ, মিরাজ উদ্দিন আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশ, এ কে এম এহসান উল্লাহ রাজশাহী পুলিশ একাডেমিতে দায়িত্বে দেওয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে মুনিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, মো. আসাদুজ্জামানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, সৈয়দ নুরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার, হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও ডিআইজি পদে পদোন্নতি পাওয়া শাহ মিজান শাফিউর রহমানকে এন্টি টেররিজম ইউনিটে, এস, এম মোস্তাক আহমেদকে পুলিশ সদরদপ্তরে, জিহাদুল কবিরকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশে, মো. ইলিয়াছ শরীফকে ঢাকা ট্যুরিস্ট পুলিশে, শাহ আবিদ হোসেনকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়নে, জামিল হাসানকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটেলিয়নে, মো. মাহবুবুর রহমানকে ঢাকার হাইওয়ে পুলিশে, আনিসুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে পদায়ন করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, মো. হুমায়ন কবিরকে ঢাকার মিরপুর স্টাফ কলেজে, মোর্শেদুল আনোয়ার খানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, ড. এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকার মিরপুর স্টাফ কলেজে, খন্দকার লুৎফুল কবিরকে পুলিশ সদরদপ্তরে, সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং আব্দুল কুদ্দুস আমিনকে পুলিশের বিশেষ শাখা-এসবিতে দায়িত্ব দেয়া হয়েছে। একই আদেশে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ মে ডিআইজি পদে তৃতীয় গ্রেডে ৩২ জনকে পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে পুলিশের বিসিএস ১৮তম ব্যাচের ১৬ জন এবং ২০তম ব্যাচের ১৬ জন রয়েছেন। ডিআইজি হিসেবে একসঙ্গে এত বেশি সংখ্যক পদোন্নতি পুলিশের ইতিহাসে এই প্রথম।