Home বরিশাল পটুয়াখালী ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা, ৫ যুবক কারাগারে

ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা, ৫ যুবক কারাগারে

দখিনের সময় ডেস্ক:

পটুয়াখালীর দশমিনায় ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যার ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে এ ঘটনায় শহিদুল নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা মোট ছয়জন।

গ্রেফতাররা হলেন- দশমিনা সদর উপজেলার পূর্বলক্ষ্মীপুর গ্রামের নুরু খায়ের ছেলে মো. নিজাম খাঁ, পটুয়াখালী পৌর শহরের কাঠপট্টি এলাকার খালেক হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদার (২৬), কাদের সিকদারের ছেলে সাইদ সিকদার ওরফে (বখাটে আধার) (২৭), শাহজাহান গাজীর ছেলে (জোকার) শাহেদ গাজী (২৮) ও আলতাফ মৃধার ছেলে (মোটা) শাহেদ মৃধা (২৭)।

পুলিশ জানায়, রমেন ঘরামির সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থায় ছবি ও ভিডিও ধারণ করে নিজাম খাঁ। সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন নিজাম খাঁ ও তার সহযোগীরা। এক পর্যায়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ভাইরাল হয়।

১৯ জুন বিকেলে দশমিনা উপজেলার গোলখালী কাঁচা সড়কের ওপরে দাঁড়িয়ে বিষপানে আত্মহত্যা করেন রমেন ঘরামী। এ ঘটনায় তার বাবা রনজিৎ ঘরামি বাদী হয়ে দশমিনা থানায় মামলা করেন। এ ঘটনায় নারায়ণঞ্জ থেকে নিজাম খাঁ’কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৯ জুন রাতে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আহমাদ মাঈনুল হাসান জাগো নিউজকে বলেন, আত্মহত্যার আগে প্রতারণার ঘটনা উল্লেখ করে রমেনের একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়ে। এছাড়া মামলার বাদীর তথ্যের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করা হয়। জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments