
দখিনের সময় ডেস্ক:
খুলনায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে দিঘলিয়া উপজেলার নগরঘাট সংলগ্ন জামান জুট মিলে এ আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন লাগে। সংবাদ পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
দিঘলিয়ার জামান জুট মিলের ম্যানেজার রিপন মোল্লা গণমাধ্যমকে জানান, আজ রাত ৯টায় মিল বন্ধ করে বাসায় চলে আসার পর আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার গণমাধ্যমকে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাটের আগুন হওয়ায় ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।
Post Views:
৯৬