Home সারাদেশ খুলনায় জুট মিলে আগুন

খুলনায় জুট মিলে আগুন

দখিনের সময় ডেস্ক:

খুলনায় জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে দিঘলিয়া উপজেলার নগরঘাট সংলগ্ন জামান জুট মিলে এ আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে নগরঘাট এলাকার জামান জুট মিলে আগুন লাগে। সংবাদ পেয়ে রাত ১০টা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১১টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

দিঘলিয়ার জামান জুট মিলের ম্যানেজার রিপন মোল্লা গণমাধ্যমকে জানান, আজ রাত ৯টায় মিল বন্ধ করে বাসায় চলে আসার পর আগুন লাগার সংবাদ পাই। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার গণমাধ্যমকে বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাটের আগুন হওয়ায় ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম...

বজ্রপাত কি আগের চেয়ে বেড়েছে?

দখিনের সময় ডেস্ক: আবহাওয়াবিদদের পর্যবেক্ষণ অনুযায়ী, বাংলাদেশে উত্তরাঞ্চল এবং উত্তর–পশ্চিমাঞ্চলে বজ্রপাত বেশি ঘটে থাকে। গ্রীষ্মে এসব অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় এ রকম পরিস্থিতির তৈরি হয়।...

বজ্রপাতে ৩৮ দিনে  ৭৪ জনের মৃত্যু

দখিনের সময় ডেস্ক: স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) জানিয়েছে, গত ৩৮ দিনে বজ্রপাতে ৩৫ জন কৃষকসহ অন্তত ৭৪ জনের মৃত্যু...

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক ইতিহাস সম্মেলন

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর বরিশালের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক সম্মেলন “আঞ্চলিক ইতিহাস সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইতিহাস সমিতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস...

Recent Comments