• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালি পেটে এড়িয়ে চলুন এই ৪ খাবার

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫, ১৫:০৩ অপরাহ্ণ
খালি পেটে এড়িয়ে চলুন এই ৪ খাবার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সকালে খালি পেটে সব খাবার খাওয়া কিন্তু ঠিক নয়। কিছু খাবার আছে যেগুলো খালি পেটে খেলে পেটের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। দিন ভালোভাবে শুরু করতে চাইলে এই চারটি খাবার এড়িয়ে চলুন।
টকজাতীয় ফল যেমন লেবু, কমলা বা আনারস খালি পেটে খেলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে অস্বস্তি সৃষ্টি করতে পারে। মিষ্টিজাতীয় খাবারও খালি পেটে এড়িয়ে চলা উচিত, কারণ এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়, যা শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে। একইভাবে, খালি পেটে দই বা দুধ খেলে হজমের সমস্যা হতে পারে, আর মশলাদার খাবার তো পাকস্থলীর জ্বালাপোড়া বাড়ানোর জন্য কুখ্যাত।
তাই সকালে এমন খাবার বেছে নিন যা পেটের আরাম নিশ্চিত করে, যেমন কলা, ওটস, বা ভিজানো বাদাম। এই খাবারগুলো হজমে সহজ এবং শরীরকে সক্রিয় রাখে। দিনটা ভালো করতে চাইলে খাবারে একটু যত্নবান হওয়া জরুরি!