মফিজ জীবনে প্রথমবার ঢাকায় এসে চাকরিতে যোগ দিল। কাজ? অফিস পিয়ন। সকালে এসে অফিস খুলে দেওয়া থেকে শুরু করে চা বানানো পর্যন্ত সব তার দায়িত্ব। প্রথম দিনেই মজার কাণ্ড ঘটে গেল। মফিজ অফিস খুলে দেখল, পিয়নের চেয়ারে এক ভদ্রলোক বসে আছেন। ভ্যাবাচ্যাকা খেয়ে মফিজ জিজ্ঞেস করল, “আপনি কে?” ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, “তোমার বস।”
মফিজ কিছুক্ষণ ভেবে বলল, “বস হলে চা বানাতে পারেননি কেন?” ভদ্রলোক হেসে বললেন, “তোমাকে শেখানোর জন্য অপেক্ষা করছিলাম।” মফিজ বুদ্ধি করে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে আনল। তবে ইচ্ছা করে চিনি দিল না। সাহেব চা খেয়ে মুখ বাঁকা করে বললেন, “এ কী, চিনি কোথায়?” মফিজ স্মার্ট মুখে বলল, “চিনি কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আপনাকে বাঁচাতে এটাই করেছি।” সাহেব প্রথমে রেগে গেলেও পরে হেসে বললেন, “বুদ্ধি খারাপ না! কিন্তু আমাকে চিনি ছাড়া চা খাওয়ানো এড়াতে চাইলে সঠিক চা বানাতে শিখে নাও!”
দিন শেষে মফিজ বুঝল, শহরের চাকরিতে শুধু কাজ করলেই চলে না, মাঝে মাঝে বুদ্ধিরও দরকার হয়। আর সাহেব? তিনি মফিজের চালাকিতে এত খুশি হলেন যে, সবার সামনে বললেন, “মফিজ শুধু পিয়ন নয়, আমাদের চিফ স্ট্র্যাটেজি মেকারও!”