• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপাল ভাঁড়ের স্মার্ট ফোন বিপত্তি

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫, ১৬:০৮ অপরাহ্ণ
গোপাল ভাঁড়ের স্মার্ট ফোন বিপত্তি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
একদিন গোপাল ভাঁড়ের মনে হলো, এই আধুনিক যুগে তারও একটা স্মার্টফোন থাকা দরকার। তাই বাজার থেকে কিনে আনলেন এক ঝকঝকে স্মার্টফোন। বাড়ি ফিরে সেটটা হাতে নিয়ে বসে রইলেন, কিন্তু ব্যবহার করতে গিয়ে প্রথমেই বিপদ! ফোনের স্ক্রিনে টাচ করলেই অন্য কিছু খুলে যায়। গোপাল ভাবলেন, হয়তো তার আঙুলের মধ্যেই কোনো সমস্যা। তাই হাত ধুয়ে আবার চেষ্টা করলেন, কিন্তু এবারও ব্যর্থ। হতাশ গোপাল রাগ করে বললেন, “মনে হচ্ছে, ফোনের চেয়ে আমার হাতটাই স্মার্ট!”
এরপর গোপাল সিদ্ধান্ত নিলেন, ফোনটা ঠিক করার জন্য শহরের মোবাইল দোকানে যাবেন। দোকানদার গোপালের ফোন দেখে বললেন, “দাদা, এটা তো নতুন মডেল। আপনি কীভাবে এটা চালাবেন?” গোপাল হেসে বললেন, “আমার চালানোর দরকার নেই। এটা আমাকে চালাচ্ছে!” দোকানদার ফোনের সমস্যা ঠিক করে দিলে গোপাল খুশি হয়ে বাড়ি ফিরলেন। কিন্তু যেই না ফোনটা হাতে নিলেন, অজানা নম্বর থেকে ফোন আসতে লাগল। এক মহিলা ফোনে বললেন, “গোপাল দা, আপনার কটন শাড়ি ঠিক হয়ে গেছে। কখন নেবেন?”
গোপাল অবাক হয়ে বললেন, “আমার তো শাড়ি লাগে না!” মহিলা বললেন, “তাহলে কি আপনি সেই গোপাল নন যিনি তিনদিন আগে শাড়ি দিতে বলেছিলেন?” গোপাল মাথা চুলকে বললেন, “আমি গোপাল ঠিকই, কিন্তু শাড়ি কিনি না, শুধুই পকোড়া কিনি!” এরপরে মহিলার চুপ, আর গোপালের হেসে ফোনটা দ্রুত কেটে দিল ।