জুলাই শহীদ পরিবারের চাকরি নতুন কোটা হিসেবে যুক্ত হবে না বললেন নাহিদ ইসলাম
দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১৯:৪৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জুলাই শহীদ পরিবারের জন্য এককালীন অর্থ, মাসিক ভাতা এবং চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে, তবে চাকরির ক্ষেত্রে নতুন কোনো কোটা অন্তর্ভুক্ত হবে না বলে স্পষ্ট মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। নাহিদ ইসলাম উল্লেখ করেন যে, জুলাই শহীদদের পরিবারে একজন কর্মক্ষম সদস্যকে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার সুযোগ থাকবে, তবে এটি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশ হিসেবে গণ্য হবে না।
ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, “শহীদ পরিবারের কোনো সদস্য যদি কর্মক্ষম হন, তাকে একবারের জন্য যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। তবে এই চাকরিটি কোনো নতুন কোটা হিসেবে গণ্য হবে না।” তিনি এও জানান যে, জুলাই আন্দোলনে আহতদের মধ্যে যারা সারাজীবন অক্ষম হয়ে গেছেন, তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। অনেক তরুণ এই আন্দোলনে আহত হয়ে অক্ষম হয়ে গেছেন, এবং তাদের জীবনের বাকি সময় চিকিৎসার জন্য অপেক্ষা করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পুনর্বাসন এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং আমাদের অঙ্গীকার। যদিও কয়েক হাজার পরিবার এই অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই ক্ষতির পূর্ণতা সম্ভব নয়।” তিনি বলেন, এসব পরিবারের জন্য সবচেয়ে বড় উপহার হলো সম্মান এবং মর্যাদা, যা তাদের সবার পক্ষ থেকে প্রাপ্য।