• ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামে লোডশেডিং বেশি কেন? হাইকোর্টের প্রশ্ন

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ১৫:৫৪ অপরাহ্ণ
গ্রামে লোডশেডিং বেশি কেন? হাইকোর্টের প্রশ্ন

ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গ্রাম ও শহরের মধ্যে বৈষম্যহীনভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কেন ব্যবস্থা নেয়া হবে না—এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি, লোডশেডিংয়ের শিডিউল অন্তত ২৪ ঘণ্টা আগে প্রকাশের বাধ্যবাধকতা কেন থাকবে না, তা নিয়েও ব্যাখ্যা চেয়েছে আদালত।
সোমবার (১৭ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চার সপ্তাহের জন্য এ রুল জারি করেন। এতে বিদ্যুৎ ও জ্বালানি সচিবকে বিবাদী করা হয়েছে। আদালতে রিটকারী জানান, শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং অনেক বেশি হয়, যার ফলে কৃষি ও শিল্প খাত বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে, পোল্ট্রি ও সেচখাতে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে।
এর আগে, বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, সরকার শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ সরবরাহে কোনো বৈষম্য রাখবে না। তবে, সবার সচেতন ব্যবহারের ওপর নিরবচ্ছিন্ন সরবরাহ নির্ভর করবে। তিনি আরও বলেন, সেচ কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।