• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এনআইডি সংশোধনে সময়সীমা বেঁধে দিল ইসি

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ১৫:৩৪ অপরাহ্ণ
এনআইডি সংশোধনে সময়সীমা বেঁধে দিল ইসি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের দীর্ঘসূত্রতা কমাতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন (ইসি)। আগামী জুনের মধ্যে জমাকৃত সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
ইসি সূত্র জানায়, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধনের আবেদন জমা পড়েছিল, যার মধ্যে ৯৮ হাজার ৪৪টি ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত নতুন করে ৩ লাখ ২ হাজার ২৬৬টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১ লাখ ৭৯ হাজার ৯২৬টি ইতোমধ্যে নিষ্পন্ন হয়েছে। তবে এখনো ৪ লাখ ২ হাজার ৩০৮টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এনআইডিতে ভুল তথ্য সংশোধনের আবেদন প্রতিদিনই জমা পড়ছে। এই জট কমাতে এবং নাগরিকদের ভোগান্তি কমাতে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, জুনের মধ্যেই সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।