দেশের বর্তমান পরিস্থিতিকে কঠিন সময় বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশ তৈরি হলেও গণতন্ত্র এখনো সুসংহত হয়নি, আর সেটিই জনগণের প্রধান চাওয়া। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, “জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যের বিকল্প নেই। সংস্কার কমিশন কাজ করছে, জনগণের চাওয়া মাথায় রেখেই আমরা এগোচ্ছি।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে দলের ৩১ দফা বাস্তবায়ন করবে। বিভ্রান্তি দূর করতে এবং একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।