• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের বিরুদ্ধে মামলার বোঝা শেষ?

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ১৫:৫৩ অপরাহ্ণ
তারেক রহমানের বিরুদ্ধে মামলার বোঝা শেষ?
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
হত্যা মামলা থেকে দায়মুক্তির জন্য ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিশেষ জজ আদালত-৩ এর বিচারক এ রায় ঘোষণা করেন। বিএনপির আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা থাকল না।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেন করা হয়। এই অভিযোগে এক-এগারোর সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।
বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন বলেন, “দুদক আসামিদের বিরুদ্ধে কোনো কার্যকর স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আদালতের এই রায়ের ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো আইনি বাধা থাকল না।”