গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় স্ত্রী ও শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৩ মার্চ) সকালে পুলিশ ঘরের ভেতর থেকে তাদের তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের মেয়ে নাদিয়া আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম কোনো চাকরি করতেন না এবং মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহ দীর্ঘদিন ধরেই চলছিল। শনিবার রাতে তারা ঘুমিয়ে পড়েন, কিন্তু সকালে কেউ ঘর থেকে বের না হওয়ায় সন্দেহ হয় পরিবারের। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখা যায়, নাজমুলের নিথর দেহ ফ্যানের সঙ্গে ঝুলছে। দরজা ভেঙে ঢুকে বিছানায় খাদিজা ও নাদিয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত নাজমুল পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, পুলিশ তদন্ত শুরু করেছে।