সাতক্ষীরার ধোপাপুকুর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে বরকত আলী গাজী (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বরকত আলী সদর উপজেলার শিবতলা মাছখোলা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি দোতলা ভবনের ছাদে কাজ করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারান।
স্থানীয়রা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অসিম কুমার তাকে মৃত ঘোষণা করেন। বরকত আলীর আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাণ কাজের নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।