• ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি ও পল্লি ঋণে নতুন শর্ত, বাধ্যতামূলক সিআইবি রিপোর্ট

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ১৬:০৩ অপরাহ্ণ
কৃষি ও পল্লি ঋণে নতুন শর্ত, বাধ্যতামূলক সিআইবি রিপোর্ট
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনায় জানিয়েছে, কৃষি ও পল্লি ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতায় নতুন ঋণ মঞ্জুর বা পুরোনো ঋণ নবায়নের ক্ষেত্রে এখন থেকে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট যাচাই করা বাধ্যতামূলক। রোববার (২৩ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, সিআইবি রিপোর্ট যাচাই না করেই ঋণ প্রদান করলে একজন গ্রাহক একাধিক ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ নিতে পারেন, যা ব্যাংকগুলোর অজানা থেকে যায়। এতে ঋণের ঝুঁকি ও খেলাপি হওয়ার আশঙ্কা বাড়ে। বর্তমানে ব্যাংকগুলো সহজেই বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভারের মাধ্যমে ঋণগ্রহীতার তথ্য সংগ্রহ করতে পারে, তাই সঠিকভাবে যাচাই নিশ্চিত করতেই এ উদ্যোগ।
নতুন নির্দেশনা অনুসারে, এখন থেকে কৃষি ও পল্লি ঋণের সব খাতে (এমএফআই লিংকেজ ছাড়া) যেকোনো নতুন ঋণ মঞ্জুর বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক হবে। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালার অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত চিঠি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে এবং এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।