গণমাধ্যম সংস্কারে দ্রুত পদক্ষেপের বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
দখিনের সময়
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ১৫:৪৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে যেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেগুলো কার্যকর করতে আন্তরিক উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন গ্রহণকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, “সংস্কারের অনেক প্রস্তাব দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হলেও, কিছু বিষয় রয়েছে যা এখনই বাস্তবায়ন করা সম্ভব। আমি চাইবো, কমিশন সেই সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে উপস্থাপন করুক।” তিনি আরও জানান, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুধু নীতিনির্ধারকদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত করা হবে।
সংস্কার কমিশন দেশীয় টেলিভিশন চ্যানেলগুলোর নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারের বাধ্যবাধকতার কারণে বিদেশ থেকে বাংলাদেশি চ্যানেল দেখা যায় না বলে জানালে, প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি বলেন, “বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা যেন সহজেই আমাদের টেলিভিশন চ্যানেল দেখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এসময় সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন সংস্কার কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।