• ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হাসনাতের বক্তব্য নিয়ে সারজিসের দ্বিমত, এনসিপির অভ্যন্তরে ভিন্নমত?

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ১৫:১৬ অপরাহ্ণ
হাসনাতের বক্তব্য নিয়ে সারজিসের দ্বিমত, এনসিপির অভ্যন্তরে ভিন্নমত?
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
সেনাবাহিনীকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাতে ‘কিছুটা দ্বিমত’ প্রকাশ করেছেন দলের আরেক সংগঠক সারজিস আলম। রোববার (২৩ মার্চ) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেন যে, ১১ মার্চ সেনানিবাসে তাদের ডেকে নেওয়া হয়নি। একইসঙ্গে, সেনাপ্রধানের বক্তব্য ব্যাখ্যা করার ক্ষেত্রে হাসনাতের পোস্ট যথাযথ হয়নি বলেও ইঙ্গিত দেন তিনি।
সারজিস আলম লিখেছেন, সেনাপ্রধানের বক্তব্যকে ‘প্রস্তাব’ হিসেবে দেখার বদলে তিনি এটিকে ‘অভিমত প্রকাশ’ হিসেবে বিবেচনা করেন। তার মতে, অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, এবং সেনাপ্রধান যা বলেছেন, তা কোনো আনুষ্ঠানিক প্রস্তাব নয়। পাশাপাশি, রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে সেনাবাহিনী কোনো চাপ সৃষ্টি করেছে বলেও তার মনে হয়নি। বরং, ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান আত্মবিশ্বাসী বক্তব্য রেখেছেন।
হাসনাতের মন্তব্য নিয়ে প্রকাশ্যে এমন ভিন্নমত এনসিপির অভ্যন্তরে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে কিনা, সে প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দলের দুই শীর্ষ সংগঠকের ভিন্ন ব্যাখ্যা এনসিপির অভ্যন্তরীণ অবস্থান কতটা সুসংগঠিত, সে নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।