• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

দখিনের সময়
প্রকাশিত জুন ২২, ২০২৫, ২০:০০ অপরাহ্ণ
করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬

ফাইল ফটো

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। ভাইরাসটি নতুন করে ৩৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২১ জুন) সকাল ৮টা থেকে আজ রোববার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত ৬২১টি নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মারা যাওয়াদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪ জন বেসরকারি হাসপাতালে ও একজন সরকারি হাসপাতালে মারা গেছেন। ভাইরাসটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে।