• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রগ্রহণ খালি চোখে দেখলে কি ক্ষতি হবে?

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ২০:৩৭ অপরাহ্ণ
চন্দ্রগ্রহণ খালি চোখে দেখলে কি ক্ষতি হবে?
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আজ রাতের আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা ব্লাড মুন। অনেকের মনে প্রশ্ন জাগছে, কি খালি চোখে চন্দ্রগ্রহণ দেখা নিরাপদ? নাসা ও অন্যান্য স্পেস বিজ্ঞানীরা জানাচ্ছেন, চন্দ্রগ্রহণের সময় সূর্যের ক্ষতিকর রশ্মি এবং গ্যাসের পরিমাণ অনেক কম থাকে। সূর্যগ্রহণের মতো চোখে সরাসরি ঝলকানো আলো থাকেনা, কারণ চাঁদ কেবল সূর্যের আলো প্রতিফলিত করে। তাই খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা নিরাপদ।
চন্দ্রগ্রহণের সময় চাঁদ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়, পূর্ণিমার আলো ম্লান হয় এবং ধীরে ধীরে লালাভ বর্ণ ধারণ করে—যাকে ব্লাড মুন বলা হয়। এ সময় চাঁদের পাশে উজ্জ্বল গ্রহ যেমন শনি ও নেপচুনও দেখা যাবে। পূর্ণগ্রাস গ্রহণের এই মুহূর্তগুলো দেখার জন্য এটি এক বিরল সুযোগ। যদিও খালি চোখে দেখা নিরাপদ, তবে বিস্তারিত বা স্পষ্টভাবে দেখতে চাইলে ছোট টেলিস্কোপ, বাইনোকুলার, স্মার্টফোন বা ক্যামেরা ব্যবহার করতে পারেন।
বিশেষজ্ঞরা আরও বলেন, চন্দ্রগ্রহণ দেখতে দেরি করা ঠিক নয়। এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে রাতের আকাশে তাকান, চাঁদ ও তার আশেপাশের গ্রহগুলো খুঁজুন। যদি চোখে একটু আরাম চান, হালকা চশমা ব্যবহার করা যায়। তবে মূল কথা হলো—এই সৌন্দর্য উপভোগ করুন, কারণ এর মতো নৈসর্গিক দৃশ্য খুব কমই দেখা যায়।