প্রিন্সিপাল ইমানুল হাকিমের মা হঠাৎ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।) গতকালকেও তিনি ছিলেন। মাগরিবের নামাজ আদায় করলেন। হাসিখুশি ছিলেন। ছোটো ছেলের সাথে ভিডিও কলে কথা বললেন। কে জানতো একটু পরেই তিনি স্ট্রোক করে না ফেরার দেশে চলে যাবেন।
পরিবারের সদস্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ এতটাই ব্যাপক ছিল যে ডাক্তাররা সিটি স্ক্যানের ফিল্ম দেখে হতবাক হয়ে গেছেন। সাথে হার্ট, ফুসফুস একসাথে চেপে ধরেছিল। পরিবারের সদস্যরা তাকে ঢাকা নিয়ে যাবার চেষ্টা করেছেন। আল্লাহ্’র উপর ভরসা করেছেন। কিন্তু আল্লাহ্’র ডাক কে উপেক্ষা করতে পারে! পথিমধ্যেই তিনি না ফেরার দেশে চলেগেলেন। বাড়িতে ফিরলো তাঁর নিথর শরীর। যে বাড়িতে জীবনের ৬৫টি বছরের বেশি সময় কেটেছে। কত স্মৃতি সব পিছনে পড়ে রইলো।