দখিনের সময় ডেস্ক:
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, পুলিশের উচ্চ পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়ন নিয়ন্ত্রণ করতেন খোদা বকশ চৌধুরী। এ ক্ষেত্রে নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় অনেকের মতে, খালেদা সরকারের সময় আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রী থাকাকালে প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মতোই মন্ত্রণালয় ও পুলিশ নিয়ন্ত্রণ করতেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। কিন্তু আলতাফ হোসেন চৌধুরীর মতো দায়দ্বায়িত্ব নিতে হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরীকেই।
প্রসঙ্গত গত বছরের ১০ নভেম্বর তিনজনকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিজের বিশেষ সহকারীর দায়িত্ব দেন মুহাম্মদ ইউনূস। এদের মধ্যে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) খোদা বকশকে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখভালের দায়িত্ব। আইজিপি হবার আগে তিনি র্যাবের ডিজিও ছিলেন। তবে মাত্র একদিনের জন্য। এদিকে পুলিশের আইজিও ছিলেন মাত্র তিনমাস, ২০০৬-এর ২ নভেম্বর থেকে ২০০৭-এর ২৯ জানুয়ারি। তবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে বছর পার করতে পেরেছেন খোদা বকশ চৌধুরী।