• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জ্বালানি খাত নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬, ১৭:২৪ অপরাহ্ণ
জ্বালানি খাত নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জ্বালানি খাতের সামগ্রিক চিত্র নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিভিন্ন দিক গুরুত্ব পায়। রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি জানান, স্থলভাগে জ্বালানি অনুসন্ধান, জাতীয় বিদ্যুৎ গ্রিড শক্তিশালীকরণ এবং এলএনজি ও এলপিজি খাতে মার্কিন কোম্পানিগুলোর বিনিয়োগ ও অংশগ্রহণের আগ্রহ রয়েছে। এ ধরনের উদ্যোগ শিল্পখাতের পাশাপাশি সাধারণ জনগণের জন্যও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে ফাওজুল কবির খান বাংলাদেশের বর্তমান জ্বালানি চাহিদা ও সরকারের অগ্রাধিকার রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি শক্তিশালী ও আধুনিক জ্বালানি খাত অপরিহার্য। বৈঠক শেষে উভয় পক্ষই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।