গত মাসের তুলনায় চলতি মাসে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে তিনগুণের বেশি। যা চলতি মাসের প্রথম ১৭ দিন দিন পর্যন্ত ছিলো জুলাই মাসে ভর্তি হওয়া রোগীর সংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণ। কিন্তু তা বেড়ে তিনগুণ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়রকারের তরফ থেকে য়ন্ত্রণে নানা ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও ডেঙ্গু প্রকোপ কমার কোন লক্ষণ নেই।
জুলাই মাসে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেও আগস্টের ২৭ তারিখ পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন ও আগস্টে ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে পাওয়া খবরে জানা যায়, বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৭ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ৪১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।