• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএমপি’র দুটি  থানায় নতুন যানবাহন  হস্তান্তর

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২১, ২১:০৭ অপরাহ্ণ
বিএমপি’র দুটি  থানায় নতুন যানবাহন  হস্তান্তর
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক :

নগর পুলিশের সেবা কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এর আন্তরিক প্রচেষ্টায় বরিশাল মহানগর পুলিশে  একের পর এক যোগ হচ্ছে নতুন মাত্রা।

তারই ধারাবাহিকতায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কোতয়ালী মডেল ও এয়ারপোর্ট থানায় নতুন যানবাহন হস্তান্তর করা হয়েছে ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায়   বিএমপি সদর দপ্তর চত্বরে  দুই থানার অফিসার ইনচার্জ  এর নিকট নতুন যানবাহন হস্তান্তর করেন পুলিশ কমিশনার বিএমপি  মো. শাহাবুদ্দিন খান ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদরদপ্তর প্রলয়)  চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন )  এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক  মো. জুলফিকার আলী হায়দার, সহকারি পুলিশ কমিশনার  (স্টাফ অফিসার টু  পিসি)  মো. ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।