• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২০, ১৯:৪৭ অপরাহ্ণ
অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণ বা প্রশস্ত করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।বিদ্যমান রাস্তা সংস্কারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠক চলাকালীন সময় সড়ক উন্নয়নের একটি প্রকল্প অনুমোদনের সময় অপ্রয়োজনীয় কোনও রাস্তা তৈরি না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) বলেছেন, নিজের বাড়ির সামনে অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে।  তিনি বলেন, কৃষিজমি রক্ষায় নতুন রাস্তা না করে বিদ্যমান রাস্তা সংস্কারের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল করার প্রতিশ্রুতি রয়েছে বর্তমান সরকারের। সেই প্রতিশ্রুতি পূরণের জন্যই ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী বলেন, এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশ ফেরত বেকারদেরও প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা আবার বিদেশ গিয়ে আরও বেশি আয় করতে পারেন। এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প পাস হওয়া মানেই টাকা খরচ নয়। আমরা প্রকল্প চলমান সময়ে নজরদারি করছি, ভবিষ্যতে আরও জোরদার করব।