• ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

এক পাঞ্জাবির তিন দাম, প্রতারণার ভিন্ন কৌশল মূল্য ছাড়!

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২২, ২৩:২৮ অপরাহ্ণ
এক পাঞ্জাবির তিন দাম, প্রতারণার ভিন্ন কৌশল মূল্য ছাড়!

অভিযান পরিচালনা করছেন - সহকারী পরিচালক, ঢাকা জেলা প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল ও সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাকের দাম বাড়িয়ে ৫০ শতাংশ করে ছাড় দেওয়ার নামে ভোক্তাদের সাথে প্রতারণা করেছে রাজধানীর নিউ এলিপ্যান্ট রোডের একটি পোশাক বিক্রিকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম আইআরও (iro)।

প্রতিষ্ঠানটি একটি পাঞ্জাবির তিনটি মূল্য নির্ধারণ করেছে। পাঞ্জাবির প্রকৃত দাম ১১৯০ টাকা কিন্তু মূল্য ছাড়ের নামে সেই পাঞ্জাবির দাম লাগানো হয়েছে ২৪৯০ টাকা। ৫০ শতাংশ ছাড় দিলে পাঞ্জাবির দাম আসে ১২৪৫ টাকা। যা প্রকৃত দাম থেকে ৫৫ টাকা বেশি।

এমন অভিনব প্রতারণা হাতেনাতে ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ও মৌখিকভাবে সতর্ক করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। রোববার এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালায় অধিদপ্তর।

অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, ঢাকা জেলা প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, একজন ক্রেতা ৫০ শতাংশ ছাড়ে পাঞ্জাবি কিনে প্রতারিত হয়ে অভিযোগ করেন। তার অভিযোগের সত্যতা যাচাই করতে নিউ এলিপ্যান্ট রোডের আইআরও (iro) নামের পাঞ্জাবির দোকানে অভিযান চালানো হয়। সেখানে ১১৯০ টাকা দামের পাঞ্জাবির দাম বাড়িয়ে ২৪৯০ টাকা লিখে তার উপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। এতে পাঞ্জাবির দাম আসছে ১২৪৫ টাকা। যা প্রকৃত ১১৯০ টাকা দামের থেকেও ৫৫ টাকা বেশি। এটা ভোক্তাদের সঙ্গে একটা বড় ধরণের অভিনব প্রতারণা।

তিনি বলেন, আইআরও(iro) প্রতিষ্ঠানে অন্য যেসব পণ্যে ছাড় দেবার কথা বলা হয়েছে, সব গুলোতেই আমরা এমন প্রতারণার প্রমাণ পেয়ছি। যার ভিত্তিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে এমন অভিনব প্রতারণা করলে বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার।