• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক অপূর্ব অপু করোনায় আক্রান্ত

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২২, ২০২০, ১২:৪২ অপরাহ্ণ
সাংবাদিক অপূর্ব অপু করোনায় আক্রান্ত

Apurbo Apu

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ॥

সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তের বিষয়টি গত মঙ্গলবার রাতে তিনি নিজে নিশ্চিত করেছেন।

অপূর্ব অপূ বলেন, গত দুদিন যাবত করোনায় আক্রান্ত হবার পরিচিত কিছু উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। পরবর্তীতে গত সোমবার নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন তিনি। গত মঙ্গলবার (২১ জুলাই) সেখানকার আরটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী তিনি করোনা পজিটিভ হন। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলেও জানান তিনি। দ্রুত সুস্থতার জন্য সকলের প্রার্থনা কামনা করেন সাংবাদিক অপূর্ব অপূ।