Home অন্যান্য প্রশাসন পুলিশে আরো দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, উদ্বেগে অনেকে

পুলিশে আরো দুই কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, উদ্বেগে অনেকে

দখিনের সময় ডেস্ক:
পুলিশের আরো দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।  এর আগে  আরও তিন পুলিশ কর্মকর্তা এবং এক সচিবকে অবসরে পাঠানো হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানোর এই তালিকায় আরও সরকারি কর্মকর্তা রয়েছেন বলে জানাগেছে।
সূত্র বলছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না সরকার। যে কারণে নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ কট্টর বিএনপি-জামায়াত কানেকশনের কর্মকর্তাদের পর্যায়ক্রমে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরে জানাগেছে।
সোমবার(৩১ অক্টোবর) পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গত ১৮ অক্টোবর সিআইডির দুজনসহ ৩ পুলিশ সুপারকে অবসর দেয় সরকার।  বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য ঢাকার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মীর্জা আবদুল্লাহেল বাকী ও দেলোয়ার হোসেন মিঞা এবং ঢাকা পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) শহীদুল্ল্যাহ চৌধুরী। অবসরপ্রাপ্ত এ তিন পুলিশ কর্মকর্তার মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের। আর মীর্জা আবদুল্লাহেল বাকী বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
যাদের অবসরে পাঠানো হয়েছে তারা সবাই পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা। তাদের ব্যাচের কর্মকর্তারা এখন অতিরিক্ত আইজিপি পর্যন্ত পদোন্নতি পেয়েছেন। তিন ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা রয়েছেন ১৫ ব্যাচের। এ ব্যাচের এসপি পদে অন্তত ২৫ জন কর্মকর্তা রয়েছেন যারা দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর এই ব্যাচের কর্মকর্তারা চাকরিতে যোগদান করেন। সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় ছিল। তাই রাজনৈতিক আদর্শের কারণে এই ব্যাচের বিপুল সংখ্যক কর্মকর্তার পদোন্নতি হয়নি। ১২তম ও ৮ম ব্যাচের কর্মকর্তাও রয়েছেন যাদের এসপি হওয়ার পর আর পদোন্নতি দেওয়া হয়নি। এসব ব্যাচের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদারও কিছু কর্মকর্তাও দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত। তাদের চাকরির বয়স ২৫ বছর পার হয়েছে।
জানা গেছে, পুলিশের ক্ষেত্রে ২৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি বঞ্চিত কর্মকর্তার সংখ্যা ২২৫ জনের মতো। যাদের অধিকাংশেরই রাজনৈতিক মতাদর্শের কারণে পদোন্নতি হয়নি। তবে চাকরির বয়স ২৫ বছর না হওয়ায় এসব কর্মকর্তা অনেকটাই ঝুঁকিমুক্ত। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, রাজনৈতিক কারণে বিপুল সংখ্যক কর্মকর্তাকে দীর্ঘদিন ধরে সরকার পদোন্নতি দিচ্ছে না। এসব কর্মকর্তার পেছনে প্রতি মাসে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ভালো পদায়নেও নেই। অনেক কর্মকর্তারা শুধু রুটিন করে অফিসে যান। তিন পুলিশ সুপারের অবসরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, ঠিকমতো অফিস না করার অভিযোগ আছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments