• ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইসির সিগন্যাল পেলেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ২০:২৩ অপরাহ্ণ
ইসির সিগন্যাল পেলেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত (সিগন্যাল) দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।
এ কথা বলেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। বলেন, শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে বাউফল ফাউন্ডেশন কর্তৃক গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আ. ফ. ম খালিদ হোসেন বলেন, এ নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্র্বতীকালীন সরকার। এ সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্বও নেয়নি। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। নির্বাচিত সরকারের কাছে অন্তর্র্বতীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করবে।