• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবি নিয়ে মুখ খুললেন তামিম

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১৮:৫৪ অপরাহ্ণ
বিসিবি নিয়ে মুখ খুললেন তামিম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও খেলা ছাড়ছেন না তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটে নিজেকে ধরে রাখার লক্ষ্য জানিয়ে বলেছেন, যতদিন ফিট থাকবেন, খেলে যাবেন। তবে বিসিবিতে তার যুক্ত হওয়া নিয়ে চলা গুঞ্জন সম্পর্কে তামিম এখনই বিস্তারিত কিছু বলতে চাননি। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামে বরিশালের জয়ের পর গণমাধ্যমে তামিম বলেন, “এখন তো অবসরে আছি। লিজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব। প্রিমিয়ার লিগ আর বিপিএল ফিট থাকলে খেলব।”
জাতীয় দল থেকে অবসর নিলেও তামিমের মনোযোগ এখনো খেলার মধ্যেই। সামনের টুর্নামেন্টগুলোতে নিজের সেরাটা দিতে চান তিনি। তার কথায়, “আমার ফোকাস পুরোপুরি খেলার দিকে। যতদিন পারি, খেলে যাব। সামনে আরও অনেক টুর্নামেন্ট আছে।” এদিকে বরিশালের পারফরম্যান্স নিয়ে তামিম বলেন, “সঠিক কম্বিনেশন এখনো খুঁজছি। ম্যাচ অনুযায়ী কিছু পরিবর্তন হচ্ছে। আজকের ম্যাচে সেটি ভালো কাজ করেছে। সামনের ম্যাচগুলোতে ভিন্ন কিছু দেখা যেতে পারে।”
ফরচুন বরিশালের হয়ে আজ ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। তবে তামিমের মতে, কম্বিনেশন ঠিক করতে আরো সময় লাগবে। তার মতে, “প্রথম দুই-তিন ম্যাচে দল একইরকম ছিল। এরপর বড় পরিবর্তন এসেছে। মায়ার্স আর শাহীনের মতো খেলোয়াড় যুক্ত হওয়ায় কম্বিনেশন বদলেছে। তবে সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া জরুরি, কারণ এটি সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।”