• ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজার জন্য ঢাকায় উত্তাল জনস্রোত

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ১৮:৩২ অপরাহ্ণ
গাজার জন্য ঢাকায় উত্তাল জনস্রোত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মাটি যেন কেঁপে উঠল ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেওয়া হাজারো মানুষের পদচারণায়। দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী মানুষ একত্রিত হন গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে। জনতার এই ঢলকে ইসলামি চিন্তাবিদ মাওলানা ড. মিজানুর রহমান আজহারী বলেন, “আমরা হয়তো ভৌগোলিকভাবে ফিলিস্তিন থেকে দূরে, কিন্তু প্রত্যেক বাংলাদেশির হৃদয়ে একেকটা গাজা আর আল আকসা বাস করে।”
সমাবেশে অংশ নিয়ে আজহারী আরও বলেন, “আজকের এই জনসমুদ্র আল আকসার প্রতি ভালোবাসার প্রকাশ। এটা দেখিয়ে দিয়েছে, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে জাতি হিসেবে আমরা কতটা ঐক্যবদ্ধ।” এ কর্মসূচিতে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইসরাইলের বিরুদ্ধে জোরালো ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে মুসলিম বিশ্বকে ইসরাইলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। পাশাপাশি ইসরাইলি নেতাদের যুদ্ধাপরাধের বিচারের দাবি উঠে আসে মঞ্চ থেকে।
অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক নেতা, শিল্পী, কবি, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেকের নেতৃত্বে অনুষ্ঠিত মোনাজাতে ফিলিস্তিনের জন্য দোয়া করা হয়। কর্মসূচি যেন এক মুহূর্তে রূপ নেয় এক অনন্য প্রতিবাদী ঐক্যের মঞ্চে—যেখানে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাশাপাশি দাঁড়িয়ে এক কণ্ঠে উচ্চারণ করেন, “গণহত্যা আর নয়, নেতানিয়াহুদের বিচার চাই।”