• ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাইপোলার ডিজঅর্ডার রোগে আক্রান্ত মানুষ কখনো উৎফুল্ল, কখনো হতাশায় নিমজ্জিত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ণ
বাইপোলার ডিজঅর্ডার রোগে আক্রান্ত মানুষ কখনো উৎফুল্ল, কখনো হতাশায় নিমজ্জিত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জটিল মানসিক রোগের অন্তর্গত বাইপোলার ডিজঅর্ডার। এ ধরনের রোগীর সংখ্যা কম। বাংলাদেশে যে মোট ১৮ শতাংশ মানুষ মানসিক সমস্যায় ভুগছেন, তাদের মধ্যে এ ধরনের রোগীর সংখ্যা এক শতাংশ বলে জানান মনোবিদরা। এ রোগে আক্রান্ত মানুষ এক সময় মানসিকভাবে উৎফুল্ল থাকেন আবার কয়েকদিন পরেই হতাশায় ডুবে যান। দুই অনুভূতির তীব্রতাই অনেক বেশি থাকে।
মনোচিকিৎসকরা বলছেন, বাইপোলার ডিজঅর্ডার এমন এক ধরনের তীব্র মানসিক স্বাস্থ্য পরিস্থিতি যা মুড বা মেজাজকে প্রভাবিত করে। মেজাজের এই চরম উত্থান পতনের অনুভূতি কয়েক দিন, এমনকি কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই একেক ধরনের মেজাজের সময়কালকে ‘মুড এপিসোড’ বলে। মন চরম উৎফুল্ল বা অতিরিক্ত অ্যাকটিভ থাকার এপিসোডকে বলা হয় ম্যানিয়া এবং বিষণ্ণ ও অলস থাকার এপিসোডকে ‘ডিপ্রেশন’ বলা হয়।
এ রোগে লক্ষণগুলো নির্ভর করে ব্যক্তি কোন এপিসোডে আছেন তার উপর। অনেকে প্রথম দিকে ডিপ্রেশন এপিসোডে থাকতে পারেন তারপর আসতে পারে ম্যানিয়া এপিসোড। এই এপিসোডের পরিবর্তন যখন তখন হতে পারে। আবার অনেকের দু’টো এপিসোড একসাথে দেখা দিতে পারে। তবে এসব লক্ষণ থাকলেই তিনি যে বাইপোলার ডিজঅর্ডারের রোগী তা নয়, একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞই শুধু বলতে পারবেন তার অবস্থান।