ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা যেকোনো মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “আসন সমঝোতার ভিত্তিতে এনসিপির কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব এসেছে। তবে শরীরে এক বিন্দু রক্ত থাকতে তা হতে দেয়া যাবে না।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। দলটিকে নিষিদ্ধ করতে হবে।” তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক উসকে দিয়েছে।
এদিকে, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও। শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র করছে। জনগণ কখনো আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না।”