আওয়ামী লীগের পুনর্বাসন নয়, বরং গণহত্যার বিচারই জনগণের প্রধান দাবি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২১ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর লিখেন, ‘বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অবসানের পর আমরা ৩৬ জুলাই মহান আল্লাহর রহমতে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু পরাজিত শক্তিরা এখনো দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত।’ তিনি বলেন, জনগণের দাবিগুলোর মধ্যে গণহত্যার বিচার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহত তরুণদের সুচিকিৎসা নিশ্চিত করাই অগ্রাধিকার পাওয়া উচিত।
তিনি আরও বলেন, ‘জনগণ এখন ঐক্যবদ্ধ, তারা দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। কোনো ষড়যন্ত্রই গণহত্যার বিচারকে থামাতে পারবে না।’