• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ পুনর্বাসন?

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২১, ২০২৫, ১৫:০৫ অপরাহ্ণ
আওয়ামী লীগ পুনর্বাসন?
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন সমঝোতার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেয়ার খবরে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা বিপজ্জনক। শুক্রবার (২১ মার্চ) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমরা কবে থেকে জার্মানি, ইতালির চেয়েও বেশি গণতান্ত্রিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ ভয়ংকর!”
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে এক ফেসবুক পোস্টে দাবি করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়েছে, তবে সেটি কোনোভাবেই বাস্তবায়িত হতে দেয়া হবে না। তিনি বলেন, “শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তাদের পুনর্বাসিত হতে দেব না। ৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই, দলটিকে নিষিদ্ধ হতে হবে।”
এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে-বাইরে ষড়যন্ত্র করছে। জনগণ কখনো আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেবে না।”