প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন
দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ১৭:১৭ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে তিনটি সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, পোস্টাল ভোট, অনলাইন ভোট এবং প্রক্সি ভোট—এই তিনটি পদ্ধতি বিবেচনায় রয়েছে। তবে প্রতিটি পদ্ধতিরই কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেগুলো চিহ্নিত করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম কাজ করছে। তারা আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রাথমিকভাবে সবচেয়ে সম্ভাব্য হিসেবে প্রক্সি ভোট পদ্ধতিকে দেখা হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অংশীজনদের সঙ্গে আলোচনা করে।
ইসি জানায়, কোন পদ্ধতি গ্রহণ করা হবে তার আগে তিন স্তরের ট্রায়াল চালানো হবে। ইতোমধ্যে প্রবাসী ভোটদান পদ্ধতি নিয়ে একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে। সানাউল্লাহ বলেন, “যেই পদ্ধতিই নিই, প্রবাসীদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকা জরুরি।” কারণ, যেসব ভোটার নিজেরা ভোট দিতে পারবেন না, সেখানে জালিয়াতির আশঙ্কা থেকেই যায়। তিনি আরও বলেন, “অনলাইন ভোটিং এখনো আশানুরূপ সাড়া পায়নি, তবে আলোচনার টেবিলে আছে।”
গতকাল (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন এবারের জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। যদিও শুরুতে বিস্তৃত পরিসরে নয়, পাইলট প্রকল্প হিসেবেই এটি চালু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “সমাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রবাসীদের জীবনযাত্রা এবং শিক্ষাগত পটভূমি বিবেচনায় নিয়েই আমরা সিদ্ধান্ত নিচ্ছি। প্রবাসীদের ভোট নির্বাচন ব্যবস্থায় যুক্ত করা এখন সময়ের দাবি।”