• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অসংক্রামক রোগে মৃত্যু বাড়ছে

দখিনের সময়
প্রকাশিত মে ২১, ২০২৫, ১৯:৫০ অপরাহ্ণ
অসংক্রামক রোগে মৃত্যু বাড়ছে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, দুই দশক আগে ১০টি মৃত্যুর মধ্যে ৭টি সংক্রামক রোগের কারণে হত এবং মাত্র ৩টি মৃত্যু হত অসংক্রামক রোগে। কিন্তু বর্তমানে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে; এখন ১০টি মৃত্যুর মধ্যে ৭টি অসংক্রামক রোগের কারণে ঘটে, আর সংক্রামক রোগের কারণে মাত্র ৩টি। বিশ্বব্যাপী প্রতি বছর অসংক্রামক রোগে প্রায় ৭ কোটি ১০ লাখ মানুষ মারা যায়। বাংলাদেশেও হেপাটাইটিস, হৃদরোগ এবং ক্যানসারে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে স্তন ক্যানসারে। খাদ্যাভ্যাস ও জীবনধারনের পরিবর্তনের মাধ্যমে এই রোগগুলোর মাত্রা কমানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২০ মে) বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ে এনসিডি কর্নারের সেবার মান উন্নয়ন ও ডিজিটালাইজেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরও জানান, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং অন্ধত্বের মতো সমস্যা বৃদ্ধি পেয়েছে। এখন শিশুরাও উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন, যা সমাজের জন্য বড় উদ্বেগের বিষয়। এই রোগগুলো নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রতিটি উপজেলায় এনসিডি কর্নার চালু করেছে, যেখানে রোগীরা বিনামূল্যে সেবা পাচ্ছেন। তিনি রোগীদের যথাযথ চিকিৎসা গ্রহণের পাশাপাশি সচেতন হওয়ার জন্যও আহ্বান জানান।
কর্মশালায় অংশ নেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের উপ-পরিচালক ডা. শামীম জুবায়ের, বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী। এই তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২২ মে) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থিত এনসিডি কর্নার থেকে রোগীদের নিয়মিত অসংক্রামক রোগ নির্ণয় ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে।