• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে প্রাণ গেলো ১৪ বছরের  স্কুলছাত্রীর

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ১৮:৪৭ অপরাহ্ণ
ডেঙ্গুতে প্রাণ গেলো ১৪ বছরের  স্কুলছাত্রীর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো সপ্তম শ্রেণির ছাত্রী জয়ত্রী দেবনাথের (১৪)। ব্যবসায়ী বিপ্লব দেবনাথের কন্যা জয়ত্রী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তিন দিন ধরে জ্বরে ভুগছিল সে। প্রথমে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ও মঙ্গলবার অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পথেই, বরিশাল চৌরাস্তা এলাকায়, তার মৃত্যু ঘটে।
পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক জানান, জয়ত্রীকে আনার সময় প্লাটিলেট মাত্র ২০ হাজারে নেমে এসেছিল এবং রক্তচাপ ছিল অস্বাভাবিকভাবে কম। অবস্থার অবনতির ফলে প্লাটিলেট কমে গিয়ে ৭ হাজারে পৌঁছায়, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ। ফুসফুসে পানি জমা ও শ্বাসকষ্টের কারণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজাও নিশ্চিত করেন যে জয়ত্রীকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল, কিন্তু রোগীর শরীর কোনোভাবেই সাড়া দিচ্ছিল না।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে তার পরিবার ও সহপাঠীদের মধ্যে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সবুজবাগ এলাকা বর্তমানে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত। শহরের বিভিন্ন হাসপাতালেও অধিকাংশ রোগী এই এলাকা থেকেই এসেছে। সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে, আক্রান্ত ১ হাজার ১২১ জন, এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন রোগী। দ্রুত ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।