• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করলেন র‍‍্যাব সদস্য মনিরুজ্জামানের

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৯, ২০২৫, ২০:৩৯ অপরাহ্ণ
ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করলেন র‍‍্যাব সদস্য মনিরুজ্জামানের
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে ঘুমান্তাবস্থায় মৃত্যুবরণ করেছেন র‍্যাব সদস্য মনিরুজ্জামান (৩০)। বুধবার (৮ অক্টোবর) দুপুরে ব্যারাক থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মনিরুজ্জামান খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে নিজ গ্রামেই বসবাস করতেন।
সহকর্মীরা জানান, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ডিউটি শেষ করে ব্যারাকে বিশ্রাম নিতে যান মনিরুজ্জামান। জোহরের নামাজের সময় ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
র‍্যাব-৮ (বরিশাল) সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান জানান, মনিরুজ্জামান ছিলেন একজন ভদ্র, শৃঙ্খলাপরায়ণ ও ধর্মপ্রাণ সদস্য। সকালে ডিউটি শেষে তিনি সহকর্মীদের অনুরোধ করেছিলেন যেন জোহরের নামাজের আগে তাকে ডেকে দেওয়া হয়। পরে ডাকার পরও সাড়া না পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু, তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।