• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শাপলা না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এনসিপি

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২, ২০২৫, ১৯:২১ অপরাহ্ণ
শাপলা না পেলে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এনসিপি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, যদি এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা না দেওয়া হয় তারা কঠোর আন্দোলনে যাবে। এই হুঁশিয়ারি তিনি বৃহস্পতিবার বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে দেন।
শাহিন বলেন, দল প্রতিষ্ঠার পর থেকেই জনসাধারণকে পার্টির প্রতীক পরিচিত করতেই কাজ করে আসছে। ভোটারদের সহজে চিনতে পারার জন্য শাপলাকে প্রতীক হিসেবে চাওয়া তাদের দাবি—এ কারণেই শাপলা গ্রহণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রতীক বরাদ্দে অনিয়ম ও পক্ষপাত চোখে পড়ছে; যদি ইলেকশন কমিশন কোনো রাজনৈতিক দলের প্রভাবের ফলে এনসিপিকে শাপলা না দেয়, তাহলে সেটিকে বরদাশত করা হবে না। প্রয়োজনে তারা শান্তিপূর্ণ কড়া আন্দোলন, এমনকি ইসিকে ঘেরাওয়ের মতো কর্মসূচিও ঘোষণা করতে পারে বলে সতর্ক করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মুহা. ফারুকুল ইসলাম মিলন, পটুয়াখালীর যুগ্ম সমন্বয়কারী মো. বশির উদ্দিন ও ডা. সাইমুম আহমদসহ অনান্য স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শাহিন সর্বশেষে নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এবং বলেন—সমস্যা হলে আন্দোলন হবে; কিন্তু তারা শ্রদ্ধাশীল ও আইনি পথে দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাবেন।