• ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে দুস্থদের অটোরিকশা উপহার দিলো জামায়াত

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৫, ১৪:৪৫ অপরাহ্ণ
বাউফলে দুস্থদের অটোরিকশা উপহার দিলো জামায়াত
সংবাদটি শেয়ার করুন...
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে চারজনকে অটোরিকশা, দুইজনকে হুইলচেয়ার এবং ১০ জন দুস্থ পরিবারকে ছাগল উপহার দিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
উপজেলার মদনপুরা ও ১০টায় আফসারের গ্যারেজ এবং দুপুর ১২টায় আদাবারিয়ায় পৃথকভাবে এসব উপহার বিতরণ করেন তিনি। এ সময় বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের বাউফল আগামীতে একটি স্বয়ংসম্পূর্ণ বাউফলে পরিণত হবে ইনশাআল্লাহ। সবাইকে সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, অন্যায় ও জুলুমমুক্ত আদর্শ বাউফল গড়ে তুলব আমরা। আগামীর বাউফল হবে একটি স্মার্ট বাউফল। ইনশাআল্লাহ আগামীতে বাউফলের ৪ লাখ জনগণই হবে এমপি, একক কোনো ব্যক্তি এমপি হবে না।
ড. শফিকুল ইসলাম মাসুদ আরও বলেন,আমাদের সামাজিক কর্মকাণ্ড চলমান থাকবে। আপনারা ভোট দেন বা না দেন, আমরা উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাব। এরই ধারাবাহিকতায় দুস্থ ভাই-বোনদের মাঝে ছাগল বিতরণ করছি। আমরা ইতোমধ্যে হাজারের বেশি পরিবারকে সেলাই মেশিন, অসংখ্য অসহায় মানুষকে হুইলচেয়ার এবং শতাধিক অটোরিকশা উপহার দিয়েছি। সবই দিয়েছি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এবং আমার বাউফলবাসীর খেদমতের জন্য।
উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, উপজেলা জামায়াতের সেক্রেটারি খালিদুর রহমান, সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাহমুদুল্লাহ, কনকদিয়া ইউনিয়ন যুব ধজামায়াতের সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ শিবলী।