• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভোট হবে ৪২ হাজারের বেশি কেন্দ্রে

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ১৭:২২ অপরাহ্ণ
এবার ভোট হবে ৪২ হাজারের বেশি কেন্দ্রে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে থাকবে মোট ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের চূড়ান্ত তালিকা প্রকাশ করে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবেন বিপুলসংখ্যক নির্বাচন কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসার থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন এবং পোলিং অফিসার থাকবেন ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে প্রায় ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন কর্মকর্তা ভোটগ্রহণ কার্যক্রমে যুক্ত থাকবেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এই বিশাল জনবল মাঠে কাজ করবে বলে জানান তিনি।
এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।