• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শাহ মাখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ১৭:১৩ অপরাহ্ণ
শাহ মাখদুমের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
উত্তরাঞ্চলে নির্বাচনি প্রচারণার আগে রাজশাহীতে হযরত শাহ মখদুম (র.)–এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর দরগাহপাড়ায় অবস্থিত এই সুফি সাধকের মাজারে গিয়ে তিনি দোয়া ও মোনাজাত করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর রাখেন।
এর আগে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ৫১ মিনিটে নগরের মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তিনি। এই সমাবেশে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের প্রার্থীরা অংশ নেন। সভা শেষে তারেক রহমান সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা হন। সেখানে বিকেল সাড়ে ৫টায় এটিম মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার সূচি রয়েছে তার।
এর আগে ২২ জানুয়ারি সিলেটে হযরত শাহ জালাল (র.) ও শাহ পরাণ (র.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান। পরবর্তীতে চট্টগ্রাম, ময়মনসিংহসহ বিভিন্ন বিভাগে ধারাবাহিক জনসভা করেন তিনি। উত্তরাঞ্চলে তিন দিনের সফরের অংশ হিসেবে শুক্রবার রংপুরে এবং শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলেও তার নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।