• ২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দামে নতুন রেকর্ড

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৬, ১৬:৪২ অপরাহ্ণ
সোনার দামে নতুন রেকর্ড
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দেশের বাজারে আবারও বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখেছে সোনা। এক লাফে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১০টা ১৫ মিনিট থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ৩৩ হাজার ৯৮০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা। এর আগে বুধবার এক দফায় ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বাড়ানো হয়েছিল, তখন দাম দাঁড়ায় ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৬ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ১৩ বারই দাম বেড়েছে।